অত্র বিদ্যালয়টি গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা হইতে ১৪ কিঃ মিঃ উত্তরে কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের পূর্ব দিকে অবস্থিত। ইহা গাজীপুর জেলার ২য়, ও শ্রীপুর উপেজলার সর্ব প্রথম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ০১/০১/১৯২৯ সনে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরী প্রাপ্ত।
তৎকালীন জমিদার স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্তের (কেজিগুপ্তের) জমিদারীর অন্তর্গত কাওরাইদ রেলওয়ে স্টেশনের সন্নিকটে সুতিয়া নদীর তীরে, ৩.৫২ একর জমির উপর ঐতিহ্যবাহী অত্র বিদ্যালয়টি তাঁর স্বর্গীয় পিতার নামে নামকরণ করেন কাওরাইদ কালী নারায়ন উচ্চ বিদ্যালয়। যা বর্তমানে কাওরাইদ কে,এন,উচ্চ বিদ্যালয় নামে পরিচিত।
কাওরাইদ কে,এন,উচ্চ বিদ্যালয় ডাকঃ কাওরাইদ,উপজেলাঃ শ্রীপুর,জেলাঃ গাজীপুর। ই-মেইলঃ kaoraidknhighschool@yahoo.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন